উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কাজিপুর, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এল এফ এফ পদে আবেদনের আহ্বান, আবেদনের শেষ তারিখ 14/12/2020 খ্রি.
বিস্তারিত

নদী বিধৌত কাজিপুর  উপজেলার  ৮ টি  চর বেষ্টিত ইউনিয়ন( মাইজবাড়ি,শুভগাছা, খাসরাজবাড়ী,নাটুয়ারপাড়া, চরগিরিশ,তেকানি,নিশ্চিন্তপুর, মনসুরনগর )-এ “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের”  অনুমোদিত ডিপিপি-এর আলোকে ৮ টি ইউনিয়নে (মাইজবাড়ি,শুভগাছা,খাসরাজবাড়ী,নাটুয়ারপাড়া,চরগিরিশ,তেকানি,নিশ্চিন্তপুর,মনসুরনগর) ১ জন কওে মোট ৮(আট)  জন “লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (খঋঋ)”  নিয়োগ করা হবে 

 

খঋঋ নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ :
১) সংশ্লিস্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে ।
২) বয়স ৩০-৪০ বছর হতে হবে । 
৩) পুরুষ বা নারী উভয়কে  খঋঋ পদে নির্বাচন করা হবে ।
৪) শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে । 
৫) পড়া ও লিখায় দক্ষ হতে হবে । 
৬) প্রাণিসম্পদ বিষয়ে ডিএলএস বা যুব উন্নয়ন কেন্দ্র বা অন্য কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ও বর্তমানে প্রাণিসম্পদ সেবা বা পালন কাজে নিয়োজিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে । 
৭) ছাত্র-ছাত্রী বা কোন প্রতিষ্ঠানে কর্মরত কোন কর্মচারী খঋঋ পদে নিয়োগ দেওয়া হবে না । 
৮) প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য  খঋঋ এর  দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মানসিকতা থাকতে হবে । সার্বক্ষণিক অন্য পেশায় জড়িতদের খঋঋ পদে নির্বাচন করা হবে না । 
৯) কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার-এ পারদর্শীরা অগ্রাধিকার পাবে।
উপরিল্লিখিত শর্তে সকল কে আগামী ১৪/১২/২০২০ খ্রি. তারিখের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর নি¤েœাক্ত কাগজপত্র সহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
প্রয়োজনীয় কাগজপত্র: 
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি-১ কপি
২. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নারিকত্বের সনদ-১ কপি
৩. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি-১ কপি
৪. প্রার্থীর সত্যায়িত রঙ্গিন ছবি-২ কপি 
প্রকাশের তারিখ
07/12/2020
আর্কাইভ তারিখ
03/01/2021